একটু সস্তা হল সবজির বাজার

পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে শহর কলকাতায় সবজির দাম বেড়েছিল গত তিন-চার দিনে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। সবজি একটু সস্তা হয়েছে বাজারে। তবে কিনতে হবে দেখেশুনে। যেমন,বাজারে প্রতি কেজি আলুর দাম রয়েছে ২২ টাকা। চন্দ্রমুখীর ক্ষেত্রে এই দাম রয়েছে ২৫ টাকা। ঢ্যাঁড়শের প্রতি কেজিতে দাম ৩০-৪০ টাকা। কুমড়োর প্রতি কেজিতে দাম পড়ছে ৩০ টাকা। কম দামে মিলছে কুঁদরিও। প্রতি কেজিতে দাম পড়ছে ২৫-৩০ টাকা। বেগুন কিনেত প্রতি কেজিতে দিতে হচ্ছে ৬০ টাকা। পেঁয়াজের কিলো ৩০ টাকা। তবে টমেটোর দাম এখন চড়া। ১৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে টমেটো। পাইকারি বাজার সূত্রে খবর অন্য সবজির দাম আরও কমার সম্ভাবনা থাকলেও টমেটোর দাম খুব তাড়াতাড়ি নাও কমতে পারে। টমেটোর দাম প্রতি কেজিতে ১০০ টাকার নিচে আসতে প্রায় পুজো পর্যন্ত সময় লেগে যাবে। যদিও অপর একটি সূত্রে দাবি, বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হলে অগাস্টের শেষের দিকে টমেটোর দাম এরাজ্যে কমতে পারে।
বাজারে সবজির দাম কিছুটা কমলেও মাছ বাজারে দাম কিন্তু খুব একটা সস্তা নয়। বাজারে ছোট ইলিশের ছড়াছড়ি। এদিকে সরকারি নিয়ম অনুযায়ী ৩৫০ গ্রামের নিচের ইলিশ বিক্রি করা নিষিদ্ধ। বাজারে ৩৫০ গ্রামের ইলিশের কেজি রয়েছে ৫০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ইলিশের দাম রয়েছে ৭০০-৮০০ টাকা। ১ কেজির ওজনের ইলিশ মাছের দাম রয়েছে ১৫০০ টাকার উপরে। অন্য মাছের মধ্যে ভেটকির প্রতি কেজিতে দাম রয়েছে ৫০০ টাকা,পাবদা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০ টাকা থেকে শুরু। ট্যাংরা মাছের কেজি ৪০০ টাকা। সস্তার ভোলা মাছেরও দাম ছুঁয়েছে ৩০০টাকায়। কই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০০ টাকা।
তবে দাম একটু কমেছে মাংসের। ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। যা কিনা কদিন আগেও বিক্রি হচ্ছিল ২২০ টাকা কেজি হিসেবে। গোটা মুরগির কেজি ১৪০-১৫০ টাকা। তবে মটনের দাম এতটুকুও কমেনি। প্রতি কেজি মাটনের দাম ঘোরাফেরা করছে ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =