ডিটেলমেন্টে আর পাঠানো যাবে না জেলার ডাক্তারদের, নির্দেশ স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য ক্ষেত্রে জেলাস্তরে নানা প্রকল্প ও কর্মসূচির কারণে জেলা স্বাস্থ্য প্রশাসন মাঝেমধ্যেই জেলা বা মহকুমা কিংবা গ্রামীণ স্তরের হাসপাতালের চিকিৎসকদের অন্যত্র কাজে পাঠান। সরকারি পরিভাষায় যাকে বলে ‘ডিটেলমেন্টে’। এখানেই অভিযোগ উঠেছে,এতে পরিষেবা বিঘ্নিত হয়। এবার থেকে তাই আর যাকে-তাকে যেখানে-সেখানে ডিটেলমেন্টে পাঠানো যাবে না বলে নির্দেশকা জারি হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এই মর্মে সব জেলার মুখ্য, উপ-মুখ্য ও সহ-মুখ্য স্বাস্থ্য আধিকারকদের উদ্দেশে বুধবার এক নির্দেশও পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। বলা হয়েছে,একান্ত প্রয়োজনে কাউকে ডিটেলমেন্ট পাঠাতে হলে স্বাস্থ্যভবন থেকে নিতে হবে লিখিত অনুমতি। একইসঙ্গে এই নির্দেশে জোর দেওয়া হয়েছে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার এবং বন্ড পোস্টিংয়ে থাকা স্নাতকোত্তর উত্তীর্ণ সিনিয়র রেসিডেন্টদের বিষয়েই। কারণ,এঁদেরই যখন-তখন ডিটেলমেন্টে পাঠানোর রেওয়াজ রয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসনে। বিশেষ করে সমস্যায় পড়তে হয় বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টদের। এর জেরে বিভিন্ন হাসপাতালে নানা সময়ে কাজের জন্য তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ ধাক্কা খায় অনেকটা। পাশাপাশি, যেখানে স্বাস্থ্য দপ্তর তাঁদের মূল পোস্টিং দিয়েছিল, সেখানকার পরিষেবাও বিঘ্নিত হয়। এছাড়াও পোস্টিং নিয়ে অনৈতিক স্বজনপোষণের অভিযোগ এসেছে স্বাস্থ্যভবনে। তারই ভিত্তিতে স্বাস্থ্যভবনের তরফ থেকে পাঠানো হয় এই নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =