শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র হার্টে স্টেন্ট বসালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। এসএসকেএম-এর চিকিৎসকেরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে অ্যাঞ্জিওগ্রাফি করে ‘কালীঘাটের কাকু’র দু’টি হৃদধমনীতে ব্লকেজ পাওয়া যায়। তখনই তাঁর একটা হৃদধমনী খুলে দেওয়া হয় অ্যাঞ্জিওপ্লাস্টি করে। পাশাপাশি বসানো হয় একটা স্টেন্ট।
প্রসঙ্গত, প্যারোলের মেয়াদ শেষে, সোমবার সুজয়কৃষ্ণকে তাঁর বেহালার বাড়ি থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা। তখন তিনি বুকে ব্যথা অনুভব করেন। তার পর তাঁকে প্রথমে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ভর্তি করানো হয় এসএসকেএমে। স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। তাঁর স্ত্রীর মৃত্যু হলে সুজয়কৃষ্ণ আদালতে জামিনের আবেদন করেন। জামিনের আবেদন খারিজ হলেও সুজয়কৃষ্ণ প্যারোলে ছাড়া পান।