ওয়াটগঞ্জে দোকানের মালিকের হাতে নিগৃহিতা তরুণী

দিনদুপুরে দোকানের মালিকের হাতে নিগৃহিতা তরুণী। এই অভিযোগ উঠল ওয়াটগঞ্জ এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দোকানের অভিযুক্ত মালিক সুমিত আগরওয়াল হরলালকাকে। ওয়াটগঞ্জ (মহিলা) থানার তরফে জানানো হয়েছে আক্রা রোডে ‘এ ওয়ান’ মার্কেটের ভিতরে দোকানের মধ্যে নিগৃহত করা হয় এক তরুণীকে।

পুলিশের কাছে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন গত ২৬ জুলাই দুপুর ১ টার সময় ওয়াটগঞ্জে আক্রা রোডে এওয়ান মার্কেটের ভিতরে সুমিত আগরওয়ালের হাতে ধর্ষিতা হন তাঁর ২৩ বছর বয়সি কন্যা। এখানেই শেষ নয়। অভিযোগ, তরুণী ও তাঁর পরিবারকে হুমকি দেয় সুমিত। পুলিশে অভিযোগ জানালে তার পরিণাম ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। হুমকিতে ভয় পেয়ে নিগৃহিতার পরিবার পুলিশের কাছে যায়নি প্রথমে। অবশেষে ধর্ষণের প্রায় দু’ সপ্তাহ পর ওয়াটগঞ্জ মহিলা থানায় অভিযোগ জানানো হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এদিকে সূত্রে খবর, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =