অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, জানাল ইডি

অভিষেককে সন্দেহের বাইরে রাখছে না যে ইডি তা শুক্রবার স্পষ্ট নিয়োগ ইডি-র আইনজীবীর বক্তব্যেই। এদিন ইডি-র আইনজীবী আদালতে স্পষ্ট জানান, দুর্নীতিতে হওয়া আর্থিক লেনদেনের খোঁজ পেতেই ডাকা হয়েছিল অভিষেককে। তিনি প্রভাবশালী বলেই এই তদন্তের বাইরে তাঁকে রাখা যাবে না। এটা অর্থের বিনিময়ে চাকরি। মেধার ভিত্তিতে নয়। সঙ্গে এও জানান, চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের বিরুদ্ধে এফআইআর করে তদন্তে করতে পারে। আগেই এই কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ খারিজের জন্য আবেদনও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তবে সেই মামলার শুনানির সওয়াল জবাব চলাকালীন এদিন এমনই বিস্ফোরকম মন্তব্য শোনা গেল ইডির আইনজীবী এস ভি রাজুর গলায়।

এদিকে এই মামলাটি কেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে করা হল, তা নিয়ে আবার আগে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিতর্কের জেরে মামলা থেকে সরেও দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই পাঠিয়ে দেন অভিষেকের মামলা। সেই মামলার শুনানিতেই এদিন ইডির আইনজীবীর কথায় উঠে আসে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষের কথা। ইডির আইনজীবীর দাবি, ‘সুজয়কৃষ্ণ ভদ্র কখনই শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর সঙ্গে অভিষেকের যোগাযোগ ছিল। ফলে এই স্টেজে আমরা বলতে পারি না অভিষেক গ্রেট। তাঁর বিরুদ্ধে তদন্ত করব না। সুজয়কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ ছিলেন অভিষেকের সঙ্গে। মানিকেরও ঘনিষ্ঠ ছিলেন সুজয়কৃষ্ণ। ফলে নিশ্চিত তাঁদের লিঙ্ক আছে। কুন্তলের চিঠি বা অভিষেকের বক্তব্যের সঙ্গে এই তদন্তের কোনও যোগ নেই। নিয়োগ দুর্নীতিতে যে টাকার লেনদেন তার হদিশ পেতেই ডাকা হয়েছিল। তদন্তকারী সংস্থাকে আটকানো যায় না। হয়ত কিছু পাওয়া গেল না। তখন ক্লিনচিট দেওয়া যাবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =