বঙ্গ সফর আপাতত অনিশ্চিত অমিত শাহের

বঙ্গ সফর আপাততঅনিশ্চিতঅমিত শাহের, অন্তত এমনটাই সূত্রে খবর। আগামী বুধবার কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর বৃহস্পতিবার ছিল তাঁর ঠাসা কর্মসূচি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই শাহী সফর বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বঙ্গে সফরে আসতেন সেদিন থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার কথা। তবে ঘূর্ণিঝড়ডানা’-র কারণেই কি অমিত শাহর বঙ্গ সফর বাতিল হল, নাকিসফলবাতিলেরপিছনেঅন্যকোনওকারণরয়েছেতাএখনওস্পষ্টনয়।তবেআগামী ২৩এবং ২৪তারিখ বঙ্গসফরে যে আসছেন না অমিত শাহ তা একপ্রকার নিশ্চিত-ই হয়ে গিয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার রাত দশটায় কলকাতার আসার কথা ছিল অমিত শাহর। রাতে নিউটাউনের পাঁচতারা হোটেলে রাত্রিবাস করার পর পরের দিন বৃহস্পতিবার কল্যাণী হয়ে পেট্রাপোল এবং হুগলির আরামবাগে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাঁর পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র সল্টলেকে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 10 =