রাতের শহরে ফের দুর্ঘটনা, মৃত ১, আহত ৩

রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা। আবারও বেপরোয়া গতির জেরে হল মৃত্যু। ঘটনায় গুরুতর জখম তিনজন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে দুর্ঘটনা। লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধু লরি দুটিই নয়, দুর্ঘটনার কবলে পড়ে আরও তিনটি গাড়ি। ঘটনার পরই পুলিশ আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে সেটি অন্যদিকের লেনে। তখনই কলকাতার দিক থেকে উল্টোপথে যাচ্ছিল অন্য একটি লরি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি। হুগলি সেতুর উপর এই দুর্ঘটনার জেরে ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে। কয়েকদিন আগেই মা উড়ালপুলে মুখোমুখি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =