বাণিজ্যিক যে কোনও বাহনে বদলাতে হবে নম্বর প্লেটের রং, নির্দেশিকা প্রশাসনের

এখন যাতায়াতে শহরজুড়ে রমরমা অ্যাপ বাইক বা বাইক ট্যাক্সির। আর এই ভরসার গ্রাফও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। সেই কারণে এই বাইক ট্যাক্সির ব্যবহার নিয়ে প্রশাসনিক সতর্কতাও বাড়ছে। খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় নিয়ম মানা হচ্ছে কি না। বাইক ট্যাক্সি হলেই বাণিজ্যক নম্বর প্লেট বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য় সরকারের তরফ থেকে। কারণ, সাধারণত ব্যক্তিগত নম্বর প্লেটের রং সাদা হয় এবং বাণিজ্যিক নম্বর প্লেটের রং হলুদ হয়। নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তিগত বাইককে বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত করতে গেলে ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও নিতে হয়।

এদিকে দিনকে দিন বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত বাইকের সংখ্যা বাড়লেও অধিকাংশ বাইকের ক্ষেত্রে বাণিজ্যিক নম্বর প্লেট নেই। ফলে ব্যক্তিগত নম্বর প্লেটেই চলছে এই সমস্ত বাইক। পরিবহণ দপ্তর সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই বাইক কেনার ঋণ প্রদানকারী সংস্থা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ না দেওয়ায় নম্বর প্লেট বদলাতে গিয়ে সমস্যায় পড়ছেন মালিকরাও। সেক্ষেত্রে নম্বর বদলানোর কারণেই এই সমস্যা হচ্ছিল। এই অবস্থায় এই পদ্ধতিকে আরও সরল করতে নম্বর একই রেখে শুধুমাত্র প্লেটের রং পরিবর্তন করে হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। কারণ, পরিবহণ দপ্তর সূত্রে এও জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় ৩০ হাজার বাইক অ্যাপ পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইক মালিকদের বাণিজ্যিক রেজিস্ট্রেশন নম্বর নেই। তবে পরিবহণ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে বাইকের নম্বর প্লেট পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা কাটবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 12 =