আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর আন্দোলনের শুরুতে চিকিৎসকের পাশে দাঁড়ানোর বার্তা দিতে তাঁদের পাশে পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন। আর মহাষষ্ঠীর সন্ধ্যায় ফের একবার চিকিৎসকদের অনশন মঞ্চে পৌঁছে গেলেন অভিনেত্রী। অনশনকারীদের সঙ্গে মঞ্চে বসে কথা বলেন তিনি। জানতে চান তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান, যাতে তিনি অনশন মঞ্চে উপস্থিত হন।
অপর্ণা সেন বলেন, ‘এঁরা অনশন করছে নিজেদের জন্য নয়। ডাক্তারদের নিরাপত্তার জন্য, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। আপনাদের প্রতিবাদ মিলে যাক এদের প্রতিবাদের সঙ্গে।’ আন্দোলনরত চিকিৎসকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা হাসিমুখে বলছে, আমরা ঠিক আছি। কিন্তু আমরা তো জানি ওদের শরীরের কী অবস্থা হচ্ছে।’ এরপর মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে অপর্ণা সেন বলেন, ‘আপনি নিজে আসুন। আপনি তো অনশন করেছেন, আপনি জানেন অনশন করা কী জিনিস। এদের পাশে দাঁড়ান। এরা তো আপনার সন্তানদের মতো। আমি হাতজোড় করে বলছি, নিজে এসে দাঁড়ান।’ কয়েকদিন আগেই অপর্ণা সেন সরাসরি বলেছেন, ‘সরকার বদল তো দরকার।’ এদিন অপর্ণা সেন ছাড়াও টলিউডের একাধিক শিল্পী উপস্থিত ছিলেন অনশনমঞ্চে। উপস্থিত ছিলেন চৈতি ঘোষালও।