মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণার

পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন অভিনেত্রী অপর্ণা সেন। পাশাপাশি, এই হিংসার ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীকেও দায়িত্ব নিতে হবে বলেও খোলা চিঠি দিলেন তিনি।

চিঠিতে অপর্ণা সেন উল্লেখ করেন, ‘আপনি অবগত আছেন যে ৮ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত গত ৩৭ দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং বহু মানুষ নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার।’

এই চিঠির ভাষা থেকে স্পষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকেই সরাসরি দায়ী করেছেন অপর্ণা। পাশাপাশি যুক্তি দিয়ে বলেন, ‘স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। আমরা দাবি করছি, অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিম বঙ্গবাসীর প্রাণ, জীবিকা ও সম্পত্তির রক্ষার দায়িত্ব নিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোক।’

এখানে ভুলে গেলে চলবে না ২০১১-র আগে, রাজ্যে পালাবদলের সময় ‘পরিবর্তন’ পন্থী হিসাবে নাম উঠে এসেছিল অপর্ণা সেনের নাম। রাজ্যে পরিবর্তনের আওয়াজ তুলে কলকাতায় মিছিল করতে দেখা গিয়েছিল তাঁকে। এই প্রসঙ্গে তিনি যুক্তি দেন, ‘সেই সময় বাম জমানার অত্যাচারের বিরুদ্ধে পথে হেঁটেছিলাম আমরা। তবে সেই একই হিংসা আমরা এখনও দেখছি। মানুষ সরকারের পরিবর্তন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গড়তে সাহায্য করেছিল।’ অপর্ণা সেন এদিন এও জানান, বাম জমানায় অত্যাচারের প্রতিবাদ করা হয়েছিল ঠিকই, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তৃণমূল জমানতেও। এমনকি রাজ্যের বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিরোধীরাও যথেষ্ট উপযুক্ত নয় বলে মত প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেত্রী। পাশাপাশি, দেশের প্রায় সব রাজনৈতিক দলই কোনও না কোনওভাবে দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন অপর্ণা। সেক্ষেত্রে রাজ্যের শাসকদলকেও একই তালিকাভুক্ত করেন তিনি। তবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এত হিংসা সাধারণ মানুষের জনজীবনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে জানান অপর্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 6 =