একগুচ্ছ সূচি নিয়ে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা

বিজেপির পাখির চোখ লোকসভা নির্বাচন। বঙ্গে ভাল ফল করতে সেই কারণে এবার কার্যত একেবারে কোমর বেঁধে নামছে স্যাফ্রন ব্রিগেড। তারই প্রস্তুতি পর্বে শুক্রবার ১১ অগস্ট রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এরপর ১৩ অগাস্ট বিকেলে ফিরে যাবেন তিনি। বঙ্গ বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন। পরদিন শনিবার অর্থাৎ ১২ অগস্ট পৌঁছবেন হাওড়ার বাগনানে। সেখানে সোনার বাংলা হোটেলে ‘পঞ্চায়েত রাজ সম্মেলনে’ যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দিতে পারেন তিনি। শনিবারই দুপুর নাগাদ সাহিত্যিক শরৎচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, দেউলটি যাওয়ার কথা রয়েছে নাড্ডার। এরপর ‘আমার মাটি-আমার দেশ’ও ‘বীর বন্ধন,বসুধা বন্ধন’অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠান শেষের পর পুনরায় ফেরত আসবেন কলকাতায়। যেতে পারেন সায়েন্স সিটিতেও। সেখানে একপ্রস্থ বৈঠক সারার পাশাপাশি জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করবেন বিজেপি সভাপতি। পরদিন অর্থাৎ ১৩ অগস্ট জে পি নাড্ডা যেতে পারেন দক্ষিণশ্বর মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর বিজেপির সল্টলেকের পার্টি অফিসে যাবেন। তারপর ‘পঞ্চায়েত রাজ সম্মেলনে’ যোগ দিতে হাওড়ায় যাবেন। সেখানের কর্মসূচিতে যোগ দেওয়ার পর দুপুরের খাবার শেষ করে সন্ধে সাতটা নাগাদ বিমান বন্দরে দিল্লি ফেরত যেতে পারেন তিনি। তবে এই সময় সূচির বদল শেষ মুহূর্তে হতে পারে বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে সমস্ত জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় সেখানকার জয়ী জেলা পরিষদ প্রার্থী ও জেলা পরিষদের সভাধিপতিদের ডাকা হয়েছে এই সম্মেলনে। বাংলা থেকেও ডাক পেয়েছেন অনেকেই। রাজনৈতিক মহলের মতে,২০২৪-এ লোকসভা ভোট। তার আগে সংগঠনকে একেবারে পঞ্চায়েত স্তর থেকে মজবুত রাখাই লক্ষ্য। গ্রামস্তরে আরও বেশি করে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির প্রচারের দিকে ঝুঁকছে দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =