কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে বিধানসভায় বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক

২৫ নভেম্বর থেকে বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে একশোদিনের কাজ, আবাস যোজনা নিয়ে একগুচ্ছ প্রস্তাব আসছে বলেও শোনা যাচ্ছে। এদিকে এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢোকা নিয়ে মঙ্গলবার বিধানসভা কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। সূত্রে খবর, এদিন গাড়ি চালকের আসনে ছিলেন অশোক নিজেই। পাশের আসনে ছিলেন অপর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সঙ্গে ওই গাড়িতেই ছিলেন অশোক দিন্দার নিরাপত্তায় থাকা দুই সিআরপিএফ জওয়ান। সেই গাড়ি নিয়ে অশোক দিন্দা বিধানসভায় প্রবেশ করতে গেলে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা গাড়ি আটকে দেন। তা নিয়েই শুরু হয়ে যায় বচসা। 

ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু সময়ের জন্য এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষে বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশ নিয়ে যে নির্দেশ রয়েছে তা দেখান বিধানসভার মার্শাল। তাতেই আগুনে খানিক জল পড়ে। কিছু সময়ের মধ্যে দেখা যায় সিআরপিএফ জওয়ানরা গাড়ি থেকে নেমে যাচ্ছেন। 

প্রসঙ্গত, একুশ সালে সপ্তদশ বিধানসভার শুরুতেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশের উপর নিষেধাজ্ঞা কেন্দ্রিক নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে বিজেপি। সেই মামলার মাঝেই মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী ঢোকা নিয়ে বিধানসভায় কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়কেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 8 =