বাংলাদেশে চালান হওয়ার পথে ৫.৬ কেজি সোনা উদ্ধার বিএসএফ-এর

সীমান্ত রক্ষী বাহিনীর হাতে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা-সহ ধরা পড়ল এক সিভিল ইঞ্জিনিয়র। বিএসএফ সূত্রে খবর, তাঁর কাছ থেকে ৫.৯ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনা তেঁতুলবেরিয়া বর্ডার ফাঁড়ির অন্তর্গত আঁচলপাদা গ্রামে। বিএসএফের তরফ থেকে এও জানানো হয়েছে যে, ওই গ্রামে সোনা মজুতের খবর গোপন সূত্রে এসে পৌঁছায় বিএসএফের কাছে। এরপরই সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে অভিযান চালানো হয়। আর তাতেই মেলে সাফল্য।

বিএসএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ সোনা ওই গ্রাম থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, সীমান্ত রক্ষীর হস্তক্ষেপে ভেস্তে যায় সেই ছক। এদিকে বিএসএফ জওয়ানরা ওই সিভিল ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলে আগেই সেইখবর পেয়ে যায় ওই ব্যক্তি। জওয়ানদের আসতে দেখে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তখনই আকাশের দিকে তাক করে গুলি চালান বিএসএফ জওয়ানরা। এতেই হকচকিয়ে যান ওই ব্যক্তি। তখনই তাঁকে পাকড়াও করেন জওয়ানরা।

এরপর তাঁর বাড়ি থেকে ৫.৯ কেজি ওজনের ৫০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুত উপার্জনের রাস্তা খুঁজতেই চোরাচালানের রাস্তা ধরেন ওই ব্যক্তি। এই সোনা তিনি অন্য জায়গা থেকে এনে তিনি নিজের বাড়িতে রেখেছিলেন বলে খবর। ডেলিভারি সম্পূর্ণ হলে পেতেন টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eleven =