স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতালে এখনও চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। রবিবার রাতেও তাঁকে রুটি চেক আপ করেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার বিকালে বুদ্ধদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণের জেরে জটিল হয় পরিস্থিতি। রবিবার রাতেও তাঁকেও পরীক্ষা করেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। প্রাক্তন এরপর হাসপাতাল থেকে বেরোনোর সময় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি নিয়ে কৌশিক চক্রবর্তী জানান, মোটামুটি এখন একই রকম রয়েছেন। তবে ভালো খবর হল শনিবারের পর একবার জ্বর এসেছিল। এরপর আর জ্বর আসেনি। এখান থেকেই চিকিৎসকেরা আশা করছেন, ওনার ফুসফুসের সংক্রমণ কমছে। ভেন্টিলেটরের প্যারামিটার নতুন করে কিছু কমানো হয়নি। পাশাপাশি এও জানা গেছে, সোমবার সকালে একটা সিটি স্ক্যান করা হবে। পাশাপাশি রক্ত পরীক্ষাও করানো হবে। ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না সেই সিদ্ধান্ত নির্ভর করবে রিপোর্টগুলির উপরে। উনি যেমন ছিলেন ওরকমই রয়েছেন। সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। জ্বরটা শনিবারের  পর থেকে এখনও পর্যন্ত নেই। তবে সিটি স্ক্যান, ব্লাড রিপোর্ট না পাওয়া পর্যন্ত ভেন্টিলেটর সাপোর্ট কমানোর হবে না। কারণ, সিটি স্ক্যানের রিপোর্ট এলে বুদ্ধদেব বাবুর ফুসফুসের পরিস্থিতি জানা যাবে বলেও জানান চিকিৎসক কৌশিক চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =