কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে খবর, পুলিশ কমিশনারের তরফে নির্দেশ দেওয়া হয় যে, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না। সঙ্গে এ নির্দেশও দেওয়া হয়, এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবেন না বা দাঁড়াতে পারবে না।

দুর্গাপুজোর সময় কলকাতা শহরে আদৌ মানুষের জমায়েত হোক, সে ব্য়াপারে রাজ্য কি চায় এই প্রশ্ন তুলেই মামলা হয়েছে হাইকোর্টে। এরপরই আদালত মামলা দায়ের করার অনুমতি দেয়। প্রসঙ্গত, শহরের একটা বড় অংশে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবে না বলে বুধবারই নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। বউবাজার, ধর্মতলা, হেয়ার স্ট্রিট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ নিয়েই দায়ের করা হয় মামলা।

প্রতিবারই দুর্গাপুজোয় কলকাতা শহরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। প্যান্ডেল পরিক্রমায় দলে দলে মানুষ রাস্তায় বেরোন। ফলে, সেই সময়ে এরকম একটা সময়ে জমায়েত না করতে দিলে, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে বলেই প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গ বলে রাখা শ্রেয়, বুধবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একাধিক দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে আয়োজকরা গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন। তবে বৈঠকের পর পুলিশ কমিশনার আশ্বাস দেন, কলকাতায় যাতে শান্তিপূর্ণভাবেই পুজো সম্পন্ন করা সম্ভব হয়, তার জন্য় নজরদারি চালানো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =