সম্পর্ক ভাঙার জেরে কুপিয়ে খুনের চেষ্টা কিশোরীকে, প্রাণ বাঁচালেন কলকাতা পুলিশের সার্জেন্ট

ঘড়িতে সময় বেলা ১২টার কাছাকাছি। গ্রীষ্মের দুপুরে এমনিতেই রাস্তায় লোক চলাচলও বেশ কমে এসেছে তার ওপর সার্ভে পার্ক এলাকা একটু শুনশান এলাকাই। এদিকে ঠিক তখনই সার্ভে পার্কের নীল পুকুরের কাছে তখন রুটিন টহল দিচ্ছিলেন পূর্ব যাদবপুর  ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট জয়জিৎ সাহা। আচমকা তাঁর কানে আসে এক তরুণীর চিৎকার। চিৎকারের উৎসস্থল খুঁজতে গিয়ে তাঁর নজের আসে  পুকুরের দিকে এক তরুণীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক যুবক। একইসঙ্গে তরুণীটির উপর একের পর এক কোপ বসাচ্ছে ওই যুবক। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। দেখা মাত্রই পুকুরের কাছে ছুটে যান ওই সার্জেন্ট। স্থানীয় কয়েকজন বাসিন্দার সাহায্যে নিরস্ত্র করেন ওই যুবককে। এদিকে ততক্ষণে খবর যায় সার্ভে পার্ক থানায়। এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই দ্রুত  ওই তরুণীকে উদ্ধার করে বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সার্ভে পার্ক পুলিশ সূত্রে খবর, বছর একুশের ওই তরুণীর নাম রেখা মণ্ডল। বাড়ি সার্ভে পার্কের সম্মিলনী পার্ক এলাকায়। যুবকের নাম জয়ন্ত তাঁতি। বছর ২৫-এর কাছাকাছি। তবে এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার করা হয় জয়ন্তকে। যে ছুরি দিয়ে তিনি ওই তরুণীর উপর আক্রমণ করেছিলেন ঘটনাস্থল থেকে তা উদ্ধারও করা হয়।

স্থানীয় সূত্রে খবর, রেখার সঙ্গে জয়ন্তর তিন বছরের সম্পর্ক ছিল। কিন্তু, কিছু সমস্যার জন্য বর্তমানে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান রেখা। তবে রেখার এই সিদ্ধান্ত মানতে পারেনি জয়ন্ত। সম্পর্ক রাখার জন্য লাগাতার চাপ দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু, তাতে কাজ না হওয়ায় সেই রাগ থেকেই এদিন ওই যুবক তরুণীর উপর চড়াও হয় বলেই প্রাথমিক ধারনা পুলিশের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =