সিবিআইয়ের নজরে এবার কেস ডায়েরি

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দাদের নজরে কেস ডায়েরি। শনিবারই টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।

শুধু তাই নয়, সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসারও রয়েছেন বলে সূত্রের খবর। ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকেই তদন্তে দেরি করা হয়েছে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের।এমনকী তদন্ত ভুল পথে চালনা করা ও সিবিআই তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ ছিল টালা থানার বিরুদ্ধে।

প্রসঙ্গত, আরজি করের ঘটনায় প্রথম যখন একজন সাব-ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারপরেই কেন স্বতঃপ্রণোদিত মামলা করা হল না? এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওসি অভিজিৎ মণ্ডল শনিবারের জিজ্ঞাসাবাদে। তারপরেই হেফাজতে নিয়ে এবার জেরা করার পালা। জেনারেল ডাইরিতেও একাধিক গরমিল রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =