নিয়োগ দুর্নীতিতে জড়িত প্রসন্নর বাড়িতে সিবিআই হানা

বুধবার সন্ধেয় নিউটাউনের এক আবাসনে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। এদিন সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৬ জন অফিসারের একটি দল নিউটাউনের ওই আবাসনে হানা দেন।প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। শেষে রাত ৯.২৫ মিনিট নাগাদ অভিযান শেষ করে আবাসন থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, বেশ কিছু নথি পত্র উদ্ধার করেছেন তাঁরা।স্থানীয় সূত্রে খবর, প্রসন্ন রায়ের স্ত্রীর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথাও বলেন সিবিআই আধিকারিকরা।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে জোরকদমে তল্লাশি চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি ও সিবিআই উভয়েই আলাদা আলাদাভাবে তদন্ত চালাছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের তালিকা শুরু হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে দিয়ে। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। এরপর থেকে গ্রেফতারির তালিকা ক্রমেই লম্বা হয়েছে। রাজ্যের একাধিক শিক্ষাকর্তা থেকে শুরু করে তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতারা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মিডলম্যান বা এজেন্টও। তারই মধ্যে একজন এই প্রসন্ন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সম্প্রতি ইডির প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডির তরফে দাবি করা হয়েছে, তারা এখনও পর্যন্ত দুর্নীতিতে যুক্ত থাকার সন্দেহে ১২৬ কোটি ৭০ লাখ টাকা বাজেয়াপ্ত ও অ্যাটাচ করেছে। শুধু তাই নয়, পার্থ ও অর্পিতার একাধিক যৌথ সম্পত্তিরও খোঁজ পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =