ভারতীয় সেনায় পাক চর ইস্যুতে এফআইআর সিবিআই-এর

ভারতীয় সেনায় পাক চর সন্দেহে হাইকোর্টের নির্দেশে মামলা। এবার সেই মামলায় এফআইআর করল সিবিআই। ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীতে পাকিস্তানি ও অন্য দেশের নাগরিকদের নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত এবার শুরু করল সিবিআই। এদিকে
সিবিআই সূত্রে খবর এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মহেশকুমার চৌধুরী ও রাজু গুপ্তর। এছাড়াও রয়েছে অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিক এবং আরও কয়েকজনের নাম। সঙ্গে এও জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০, ১২০(বি), ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬, ভারতীয় দণ্ডবিধির মোট ছ’টি ধারায় মামলা রুজু হয়েছে।
হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। এই মামলায় হাইকোর্টে নির্দেশে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এবং কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে প্রাথমিক ইনকোয়ারি করে একটি রিপোর্ট দেয় হাইকোর্টে। এরপর সিবিআইকে এফআইআর করার নির্দেশ দেয় হাইকোর্ট।
এদিকে সূত্রে খবর, সিআইডি এর আগে এই মামলায় বেশ কয়েকজনকে ভবানী ভবনে  ডেকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করে। এমনকি অভিযোগকারী বিষ্ণু চৌধুরীর বয়ানও নেওয়া হয়। এদিকে আদালত সূত্রে খবর, অভিযোগকারী বিষ্ণু চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই হাইকোর্টে নির্দেশে তিনি নিরাপত্তা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + five =