পুলিশকে পঞ্চায়েত নির্বাচনে নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যসচিবের

‘পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলগুলিতে আপনাদের নজরদারি বাড়াতে হবে। যে যে অঞ্চলগুলিতে আগে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই অঞ্চলগুলি নিয়ে আপনারা সতর্ক থাকবেন। পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়।‘ সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফ থেকে ঠিক এমনই নির্দেশ দিয়ে বার্তা গেল রাজ্য পুলিশর কাছে।

প্রসঙ্গত, সোমবার জেলাশাসক এবং আইজি এসপি সিপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। এই বৈঠকেই এমন বার্তা দেওযা হয় নবান্নের তরফ থেকে রাজ্য পুলিশকে। পাশাপাশি বৈঠকে ইদের সময় সতর্ক থাকার পাশাপাশি স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে বিশেষ নজরদারি রাখার নির্দেশও দেন মুখ্য সচিব।

এদিনের বৈঠকে ইদের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য সচিব ইদের সময় পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিশেষ সতর্ক থাকার নির্দেশ পাঠান জেলাগুলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 17 =