শুক্রবার ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা

রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা।গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। মোটের উপর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিজেপির আশঙ্কা গণনায় কারচুপি হতে পারে এমনই এক আশঙ্কা থেকে দলবল নিয়ে কমিশনের দ্বারস্থ হতে দেখা গেল বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়কে। বৃহস্পতিবার ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজার্ভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে জলপাইগুড়ি সার্কিট হাউসে দেখা করে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশের কথা জানান তিনি।শুধু তাই নয়, এই আশঙ্কার কথা এদিন অবজার্ভারকে লিখিত আকারেও জানান সাংসদ।

এরপর জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান, অবজার্ভার তাঁকে আশ্বস্ত করেছেন। তবুও পরিস্থিতির উপর নজর রাখছেন তাঁরা। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টা থেকে ধূপগুড়িতে ভোট গণনার কাজ শুরু শুরু হবে। এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে।  গণমা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। একইসঙ্গে গণনাকেন্দ্রের ভিতরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভায় জয় পেয়েছিল বিজেপি। বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর আচমকা মৃত্যুর পরেই ফের উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে ২৬০টি বুথে মোট গ্রহণ হয়। ভোটদানের হার ৭৮.১৯ শতাংশ। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৮ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল ৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =