সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের ওষুধ সংগ্রহের ক্ষেত্রে সুবিধা এনে দিতে আরও বড় পদক্ষেপ দাভা ইন্ডিয়ার

ভারতের বৃহত্তম বেসরকারি জেনেরিক ফার্মেসি রিটেইল চেইন, দাভা ইন্ডিয়া জেনেরিক ফার্মেসি (জোটা হেলথকেয়ার লিমিটেডের একটি ব্র্যান্ড) কলকাতায় প্রোজেক্ট সঞ্জীবনী চালু করার কথা ঘোষণা করল। এখন প্রথমেই জানতে হবে প্রোডাক্ট সঞ্জীবনী ব্যাপারটা আদতে কী। প্রোজেক্ট সঞ্জীবনী হল একটি ফ্র্যাঞ্চাইজি মডেল। যা এবার এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের আম-জনতার জন্যও।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে কলকাতায় প্রোজেক্ট সঞ্জীবনী চালু করার কথা ঘোষণার করার পাশাপাশি জোটা হেলথকেয়ার-এর গ্রুপ সিইও ডাঃ সুজিত পাল জানান,’বর্তমানে দাভা ইন্ডিয়ার সমগ্র পশ্চিমবঙ্গে ৩০ টি আউটলেট এবং সারা ভারতে ৬৫০ টি আউটলেট রয়েছে। আমাদের পরিকল্পনা হল, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামে পৌঁছানো। আর সেই কারণে সংস্থার তরফ থেকে পাখির চোখ করা হয়েছে এই আর্থিক বছরের মধ্যে সারা ভারত জুড়ে ১০০০টি আউটলেট চালু করার। এর মধ্যে ৪০০ বা তারও বেশি আউটলেট চালু হবে শুধু পশ্চিমবঙ্গেই। এর ফলে প্রোজেক্ট সঞ্জীবনী কেবলমাত্র পশ্চিমবঙ্গের ৭ কোটিরও বেশি জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ওষুধ পৌঁছে দেবে। শুধু তাই-ই নয়,পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে নিয়ে আসবে কর্মসংস্থানের সুযোগও। ফলে বেশ কিছু পরিবারে মুখে ফুটবে হাসিও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =