‘আদিপুরুষ’ আসার আগে যে ঝড় তুলেছিল সে ঝড় যেন শেষ হচ্ছে না সিনেমা রিলিজের পরেও। একের পর এক বিতর্কে জড়িয়েই চলছে। এবার নয়া বিতর্কে সিনেমায় টাপোরি ভাষার ব্যবহার। কারণ, ছবির সংলাপ নিয়ে আপত্তি তুলেছে দর্শকদের বড় অংশ। সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আদিপুরুষের চিত্রনাট্যকার মনোজ মুন্তাশির। ছবিতে হনুমানকে একেবারে ‘ছাপরি’ স্টাইলে ডায়ালগ বলতে শোনা গিয়েছে। লঙ্কা দহন পর্বের সময় হনুমান বলছে, ‘কাপড়া তেরে বাপ কা, আগ তেরে বাপ কী, তেল তেরে বাপ কা, জলেগি ভি তেরি বাপ কী।’
আর এই তুমুল বিতর্কের মাঝে চিত্রনাট্যকার মনোজ মুন্তাসির মুখ খুলতেই পরস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তি পেশ করেও চিঁড়ে ভেজেনি। বরং বেনজির আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরই মুম্বই পুলিশের তরফ থেকে মনোজ মুন্তাসিরের নিরাপত্তা বাড়িয়েও দেওয়া হয়। এদিকে এই পরিস্থিতিতে ছবির সংলাপ বদল করতেই হচ্ছে এবার টিম আদিপুরুষকে।