১০ দিন খোঁজ মিলছিল না নেতাজি নগর থানার অন্তর্গত শ্রী কলোনির বাসিন্দা বিপ্লব কুমার পালের। এলাকা, আত্মীয়দের বাড়ি, আশেপাশের সমস্ত জায়গা খুঁজেও খোঁজ মেলেনি তাঁর। শেষে বাধ্য হয়েই পুলিশে দ্বারস্থ হন পরিবারের সদস্যার। লেখা হয় নিখোঁজ ডায়রি। এদিকে পুলিশ বাড়ির সামনের ফুটেজ দেখা থেকে শুরু করে নানা জায়গায় খোঁজ-খবরও চালাতে থাকে। তবে তাতেও খোঁজ মিলছিল না এই বছর সত্তরের বিপ্লববাবুর।
এলাকায় নানা প্রান্তে বিপ্লববাবুর সন্ধান চেয়ে পোস্টারও দেওয়া হয় পরিবারের তরফে। কিন্তু, কিছুতেই কোনও কাজ হচ্ছিল। এদিকে শনিবার সন্ধ্যায় বিপ্লববাবুর বাড়ি লাগোয়া একটি পরিত্যক্ত দোকান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তাতেই সন্দেহ বাড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়। পুলিশ এসে ভিতরে ঢুকতেই দেখা যায় সেখানে পড়ে রয়েছে বৃদ্ধের পচা গলা মৃতদেহ।
কিন্তু, কী করে বৃদ্ধ ওখানে গেলেন, তাঁর মৃত্যু হল কীভাবে, এর পিছনে কী রহস্য রয়েছে তা তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে সমগ্র ঘটনা বোঝার চেষ্টা করছে পুলিশ। এদিকে বিপ্লববাবুকে হারিয়ে শোকে পাথর তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু, কী করে তাঁর মৃত্যু হল সেই উত্তর নেই তাঁদের কাছেও। এর পিছনে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।