মালদ্বীপের ঘোরার ইচ্ছে মেটান ভারতেই

মালদ্বীপের জন্য একটা বড় টান আছে ভ্রমনপিপাসুদের কাছে। অনেকেরই ইচ্ছে থাকে মালদ্বীপে যাওয়ার। ইচ্ছে থাকলেও সাধ্যে কুলায় না। তাই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু স্বপ্ন ছোঁয়া এই ভারতেই। এই যেমন ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথাই।।

হাজার হাজার বছর ধরেই আন্দামানে প্রায় ৩০০টি দ্বীপ রয়েছে। সেই প্রাচীন কাল থেকেই জারোয়া, সেন্টিনেল, গ্রেট আন্দামানিজ, ওঙ্গের মতো উপজাতির লোকেরা আন্দামানে বাস করে। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার আজও একই রকম।

চার দিনের প্ল্যান:

প্রথম দিন- পোর্ট ব্লেয়ারে (সেলুলার জেল বা রস আইল্যান্ড) সময় কাটানো যেতে পারে।

দ্বিতীয় দিন- খুব ভোরে হ্যাভলক দ্বীপে ফেরি নিন এবং সেখানে সারা দিন উপভোগ করুন।

তৃতীয় দিন- সন্ধ্যায় হ্যাভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ড্রাইভ।

চতুর্থ দিন- পোর্ট ব্লেয়ার ঘুরে নিতে পারেন।

 

ছয় দিনের প্যান:

প্রথম দিন- পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা (সেলুলার জেল অথবা রস আইল্যান্ড)।

দ্বিতীয় দিন- সকালে জলি বয় আইল্যান্ড, সন্ধ্যায় চিদিয়া তপু বা রস আইল্যান্ড।

তৃতীয় এবং চতুর্থ দিন- হ্যাভলক দ্বীপে দুই দিন কাটানো যেতে পারে।

পঞ্চম দিন- হ্যাভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ড্রাইভ করুন।

ষষ্ঠ দিন- পোর্ট ব্লেয়ার থেকে আপনার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করুন।

এখন আপনি যদি দিল্লি থেকে আন্দামান যেতে চান তাহলে জনপ্রতি টিকিটের দাম পড়বে প্রায় ৭ হাজার থেকে ১০ হাজার টাকার মতো। যদি কয়েক মাস আগে টিকিট বুক করেন তবে টিকিটের দাম একটু কমও হতে পারে। এছাড়া কলকাতা থেকে আন্দামানে যেতে চাইলে জনপ্রতি ফ্লাইটের দাম পড়বে কম করে ৪ হাজার টাকা। এক্ষেত্রেও আগে থেকে টিকিট কেটে রাখলে খরচা পড়বে কম।

যে কয়েক দিন আপনি আন্দামানে থাকবেন, কম বাজেটের হোটেল, যাতায়াতের জন্য রিকশা এবং স্থানীয় খাবার খেতে পারেন। তাতে মোট খরচ পড়বে ২০ হাজার থেকে ২৫ হাজারের মতো। এছাড়াও আপনি যদি কিছু অ্যাক্টিভিটি করেন, তাহলে  ৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =