চড়া দাম হলেও রবিবারে ভিড় মাংস আর মাছের বাজারেই

রবিবার পঞ্চায়েত ভোটের পরের দিন বাজারে দেখা গেল ব্যাপক ভিড়। বিশেষ করে মাংসের দোকানে নজরে এল লম্বা লাইন। চিকেন হোক বা মাটন, একই ছবি দুই দোকানেই।সকাল ৮টা থেকে লম্বা লাইন। দাম চড়া থাকলেও তাতে থোড়াই কেয়ার। চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ২২০-২৪০ টাকা। গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১৫০-১৬০ টাকা। আবার দেশি মুরগির কেজি রয়েছে ৪০০-৪৫০ টাকা। পাশাপাশি মাটনের প্রতি কেজিতে দাম ৭৫০-৮০০ টাকা।

পাশাপাশি মাছের বাজারও কম যায় না।ইলিশ, কাতলার দোকানের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তবেই মিলবে মাছ। সবজির বাজারে দাম চড়া থাকা সত্ত্বেও কয়েকটি সবজি স্তায় মেলায় একটু স্বস্তিতে বাঙালি। এদিন মাছ বাজারে একাধিক দোকানে মিলছে ইলিশ। আকার খুব বেশি বড় না হলেও, ইলিশ তো বটেই। প্রতি কেজি ইলিশের দাম শুরু হয়েছে ৭০০ টাকা থেকে। ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হয়েছে ৭০০-৮০০ টাকায়। অন্যদিকে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম ১৫০০-র কাছাকাছি। এর চেয়েও বড় আকারের ইলিশ কিনতে গেলে পড়বে ১৮০০-২০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ ইলিশ মাছের দাম শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে। আকার অনুযায়ী দাম দাঁড়াবে ২০০০ টাকা পর্যন্ত।

এছাড়া বাজারে মিলছে অন্য মাছও। কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা। রুই মাছের প্রতি কেজিতে দাম ১৮০-১২০ টাকা। পারসে মাছের দামও প্রতি কেজিতে দাম ৫০০ টাকা। ট্যাংরা মাছের কেজি ৩৫০ টাকা। সাইজের ওপরও নির্বর করছে ট্যাংরার দাম। লোটে মাছের দাম রয়েছে কম, প্রতি কেজি প্রতি ১০০-১২০টাকা।

তবে সবজির দাম এখনও চড়া। কাঁচা লঙ্কার দাম রয়েছে ২০০ টাকার নিচে নামছেই না। টমেটোর প্রতি কেজিতে দাম ১৫০ টাকা। আদার কেজি ৩০০টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম ৮০ টাকা। এছাড়া পটলের প্রতি কেজির দাম ৪০ টাকা, কুমড়োর প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকা। তবে সস্তা রয়েছে আলু। প্রতি কেজি আলুর দাম রয়েছে ২০ টাকা আর চন্দ্রমুখীর দাম প্রতি কেজিতে দাম ২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =