বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা হাওড়ায়, পথ অবোরধে আটকাল দিলীপ ঘোষের গাড়ি

গণনা শুরুর আগেই হাওড়ার বিভিন্ন গণনাকেন্দ্রে শুরু হয় গোলমাল। অভিযোগ বিরোধীদের কাউন্টিং সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি। পাঁচলা, বাগনান সহ বিভিন্ন গণনা কেন্দ্রে ওমন ছবিই ধরা পড়ে মঙ্গলবার সকালে। এরই প্রতিবেদ বিরোধীরা রানিহাটি রোড অবরোধ করে। অবরোধের কারণে আটকে যায় বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ি। স্থানীয় সূত্রে খবর, হাওড়া জেলার বাগনান এক নম্বর ব্লকের গণনা কেন্দ্র বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে নিয়ে কংগ্রেস সিপিএম সহ বিরোধী শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে তাঁরা বাগনান থানাতেও বিক্ষোভ দেখান। খবর পেয়ে আসেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তিনিও পরিস্থিতি সামাল দেন। এদিকে পাঁচলা ব্লকের কাউন্টিং সেন্টার নয়াচক যদুনাথ হাইস্কুলে সমস্যা দেখা যায়। বিরোধীদের অভিযোগ সেখানেও বিরোধী দলের অনেক কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবাদে বিরোধীরা আমতা রানিহাটি রোড অবরোধ করেন। একই অবস্থা ঘটে আমতা দু’নম্বর ব্লকের কাউন্টিং সেন্টার পঞ্চানন রায় কলেজে। সেখানেও বিরোধীদের বের করে দেওয়ার এবং ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। রানিহাটির অবরোধে আটকে পড়েন দিলীপ ঘোষ। আমতা রানিহাটি রোড অবরোধ করেন স্থানীয় বিরোধী নেতৃত্বরা।

হাওড়া জেলায় ত্রি স্তরের পঞ্চায়েত নির্বাচন ২০২৩ গ্রাম পঞ্চায়েত স্তরে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট আসন রয়েছে ৩১০২টি। বিভিন্ন দলের মোট প্রার্থী রয়েছেন ৭৩৩৬ জন এবং নির্দল প্রার্থী আছেন ১৮৮ জন। সব আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৭১৭ আসন।

হাওড়া জেলায় পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে ৪৭টি। মোট প্রার্থীর সংখ্যা রয়েছে ১২৫৩, নির্দল প্রার্থী রয়েছেন ১৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ৯৮টি আসনে। পাশাপাশি, জেলা পরিষদ মোট আসন রয়েছে ৪২টি। এই আসনগুলোতে মোট প্রার্থীর সংখ্যা ৭৭, এর মধ্যে নির্দল প্রার্থী ১২, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের কোনও আসনে জয় হয়নি শাসক-বিরোধী কোনও দলেরই।

গত শনিবার হাওড়া জেলায় মোট ৩০৩১টি ভোট গ্রহণ করা হয়। পঞ্চায়েত ভোট গ্রহণের জন্য জেলায় মোট ১৫ হাজার ১৫৫ জন ভোট কর্মী হাজির ছিলেন বলে প্রশাসন সূত্রে খবর, প্রায় প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই সিসিক্যামেরা লাগানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + twelve =