সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন সকালেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয় ,কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাতের৷
এদিকে মৌসম ভবনের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ৷ একই সঙ্গে ঝাড়খণ্ডেও এর প্রভাব রয়েছে৷ সঙ্গে ঘূর্ণাবর্ত থেকে উৎপন্ন নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করেছে। যা পরে ক্রমশ পশ্চিম থেকে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে ৷ এখানেই শেষ নয় ফের বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে ৷ এরফলে মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি করবে ৷ আর এই জোড়া ঘূর্ণাবর্তর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ ফলত মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৷
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ তবে আগামী বুধ ও বৃহস্পতিবারে বৃষ্টিরপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ তবে শুক্রবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খেলা দেখাতে পারে ৷ কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ শুক্রবারের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ৷

