জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

ক্রমাগত জল ছাড়ার পরিমাণ বাড়িয়েই চলেছে ডিভিসি ৷ ঝাড়খণ্ডে অতি বৃষ্টির কারণে এই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে ৷ মঙ্গলবার সকালে পাঞ্চেত ও মাইথন থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে পরিস্থিতি আরও বিপর্যস্ত হয়েছে। এদিকে নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই টেলিফোনে তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি লাগাতার জল ছাড়ার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ যোগাযোগ রাখছেন ৷ রাজ্যের তিন মন্ত্রীকে বিশেষ বিশেষ জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানানো হচ্ছে নবান্নের তরফ থেকে ৷

এদিকে নিম্নচাপের জন্য একটানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডিভিসি-সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে যে কোনও মুহূর্তে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যেতে পারে। বিশেষ করে খানাকুল ও পুরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। বর্ষা এলেই বুক কাঁপে এই অঞ্চলের বাসিন্দাদের। বন্যায় শস্য়-সম্পত্তি এবং জীবনহানির ঘটনা যেন প্রতি বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই এই খানাকুল-২ ব্লকের ১১টি পঞ্চায়েত এলাকার মানুষের দাবি, বন্যা সমস্যার স্থায়ী সমাধান। কিন্তু সেই দাবি মেটা তো দূর, বছর বছর বন্যার ক্ষতেরই অধিকাংশ মেরামত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =