জনপ্রিয় হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো

যাত্রীদের মধ্যে ক্রমশই জনপ্রিয় হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো ( গ্রিন লাইন )। আর তা বোঝা যাচ্ছে যাত্রী সংখ্যা ওপর নজর রাখলেই। ইস্ট-ওয়েস্ট মেট্রো ২০২৩-এর ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৩৬.৯৭ লক্ষ যাত্রী পরিবহণ করেছে। গত বছরের একই সময়কালে এই মেট্রো-ই ৬.৮৯ লক্ষ যাত্রী পরিবহণ করেছিল। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ইস্ট – ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩৬ শতাংশ। ২০২৩ সালের জুন ও জুলাই মাসে ইস্ট -ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছে যথাক্রমে ৯.১৬ লক্ষ ও ১০.০৯ লক্ষ। ২০২২ সালের জুন ও জুলাইয়ে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ও ৫.৩ লক্ষ। অর্থাৎ চলতি বর্ষার প্রথম দু’মাসে ইস্ট -ওয়েস্ট এ যাত্রী বেড়েছে লাফ দিয়ে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এও জানান,২০২২ এর ১৪ জুলাই থেকে শিয়ালদহ মেট্রোর মাধ্যমে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট -ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেতে শুরু করেছে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =