আবারও গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শনিবার তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন তিনি। তবে শনিবার সকাল থেকেই ফের অসুস্থ বোধ করতে থাকেন বুদ্ধদেব। এরপর শনিবার দুপুরে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট জনিত শারীরিক সমস্যা আরও বাড়ার খবর পেতেই উডল্যান্ডস থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে।
সূত্রে খবর, বাড়িতে চিকিৎসক পরীক্ষা করে দেখেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা সত্তর শতাংশে নেমে গিয়েছে। এরপরই দেরি না করে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট বেড়েছে। রক্তে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে ভর্তি করেই তাঁর চিকিৎসা চলবে বলে এখনও পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। প্রসঙ্গত, অতীতেও দক্ষিণ কলকাতার এই হাসপাতালে ভর্তি থেকেছেন।