কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় ক্ষুব্ধ ফিরহাদ

কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমক। মুখ্যমন্ত্রী বার বার বলার পরেও কী করে অন্য রাজ্য থেকে দুষ্কৃতী এবং অস্ত্র বাংলায় আসছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ৷

শুক্রবার রাতে কসবা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর। এরপরই ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে। ওই দুষ্কৃতীর মুখেই শোনা গিয়েছিল জনৈক ইকবালের নাম। পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসে। তবে শনিবার  পূর্ব বর্ধমানের গলসি থেকে ঘটনার মূল চক্রী আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকেও গ্রেফতার করে পুলিশ।

দলীয় কাউন্সিলরের উপরে এই হামলার ঘটনায় পুলিশের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, এনাফ ইজ এনাফ৷ উত্তর প্রদেশ, বিহার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না৷ আমাদের কাউন্সিলর খুন হলে তাঁর পরিবার, আমার দল ক্ষতিগ্রস্ত হত৷ পুলিশকে বলব অ্যাক্ট নাউ। একইসঙ্গে প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী পুলিশকে বার বার বলার পরেও কী করে বাইরে থেকে অস্ত্র, দুষ্কৃতী বাংলায় ঢুকছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে এ প্রশ্নও তোলেন ইন্টেলিজেন্স কোথায় সে ব্যাপারেও। এরপরই জানান,  আমাদের রাজ্যটা অপরাধীদের জন্য নয়৷ বলছে মুঙ্গের থেকে অস্ত্র আসছে৷ অস্ত্র যাতে না আসে সেটা তো পুলিশকে দেখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =