নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাসের বিরুদ্ধে অবশেষে চার্জশিট গ্রহণ করল আদালত। এখানে বলে রাখা শ্রেয়, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এটাই প্রথম কোনও চার্জশিট যা বিশেষ সিবিআই আদালতে গ্রহণ করা হয়।সূত্রের খবর, এর আগে চার্জশিট জমা পড়লেও তা গ্রহণ করেনি আদালত।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কোমর বেঁধেই নেমেছে দুই তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি আর সিবিআই। গারদের পিছনে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন আমলা। প্রশ্নের মুখে প্রাইমারি, আপার প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক স্কুলের নিয়োগ।একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টেও। এরইমধ্যে এই খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে নানা মহলে। যদিও এতে তাঁদের সুবিধাই হবে বলে দাবি করছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদি নওয়াজ। কারণ, চার্জশিট গ্রহণ করার পর ট্রায়ালে গতি আসবে বলেই মনে করছেন তিনি।যা আখেরে সুবিধা হবে তাঁর মক্কেলের সঠিক বিচার পেতে। এই প্রসঙ্গেই কুনেতলের আইনজীবী জানান, ‘সিবিআই অনেকদিন আগেই চার্জশিট জমা করে দিলেও আদালত সেই চার্জশিট গ্রহণ করেনি। এদিন সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে হয়ত আদালত সন্তুষ্ট হয়েছে বলেই চার্জশিট গ্রহণ করে। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় চার্জশিট নেওয়া হল। এর আগে কোনও মামলায় এখনও পর্যন্ত চার্জশিট গ্রহণ করা হয়নি। যেগুলো জমা হয়েছে সেগুলি আদালতেই পড়ে আছে।’ শুক্রবার আলিপুর কোর্টেই বসে সিবিআইয়ের বিশেষ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ জুলাই।