বিচারকের ছেলের জুতো চুরিতে তদন্ত কমিটি গঠন

অশোক গেহলটের রাজ্যের এক আদালতের বিচারকের ছেলের মহার্ঘ্য জুতো চুরি গিয়েছে। ইতিমধ্যে আটক করা হয়েছে কয়েক জন সন্দেহভাজনকে। আমজনতার কটাক্ষভরা বক্তব্য অবশ্য মশা মারতে কামান দাগা। প্রশ্নও উঠেছে, কই সাধারণ মানুষের টাকা, গয়না চুরি গেলেও তো এমন তৎপরতা দেখা যায় না।

সূত্রে খবর, ওই বিচারকের নাম যোগেন্দ্র কুমার আগরওয়াল। তিনি রাজস্থানের আলোয়ারে পস্কো আদালতের বিচারক। সম্প্রতি জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন যোগেন্দ্রর ছেলে। বাইরে জুতো খুলে পুজো দিয়ে বেরিয়ে দেখেন জুতো জোড়া নেই। তখনই মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন খোদ বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোগেন্দ্রর ছেলের জুতোর দাম ১০ হাজার টাকা। মহার্ঘ্য জুতো ফেরত পেতে মামলা করেন বিচারক। যারপর একেবারে কোমর বেঁধে নামে রাজস্থান পুলিশ। ইতিমধ্যে মানক চক থানার হেড কনস্টেবল মনিরামের নেতৃত্বে তদন্তকারী কমিটিও গঠন করা হয়েছে। তাঁরা মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোর খুঁজতে নেমে পড়েছেন। আটকও করা হয়েছে কয়েক জনকে। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বিচারকের ছেলের জুতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + thirteen =