উপাচার্যকে ঘেরাও যাদবপুরের পড়ুয়াদের

প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর রেশ এখনও কাটেনি। তারই মাঝে একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘেরাও করা হল অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। আর এই ঘেরাও হতেই পড়ুয়াদের সঙ্গে একপ্রস্থ বচসাও হয় উপাচার্যের। এর বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য।

সিসিটিভি-সহ একাধিক ইস্যুতে একাধিক ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। পড়ুয়াদের দাবি, সেই অনুযায়ী সোমবার সময়ও দেন উপাচার্য। তবে তারপরে আর তিনি কথা বলতে রাজি হননি। এরপর এদিন তিনি বিশ্ববিদ্যালয় থেকে কথা না বলেই বেরিয়ে যাওয়ার সময়ে পড়ুয়ারা তাঁর গাড়ি আটকায়। ঘেরাও করে বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা।

যদিও উপাচার্য জানান, আলোচনার জন্য কাউকে সময় দেননি তিনি। সে কারণেই বেরিয়ে যাচ্ছেন। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন উপাচার্য। বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের নিজের ঘরে ফিরে যান উপাচার্য। একাধিক ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 19 =