মেট্রো শহরে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সোমবার ৪ মেট্রো শহরে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও রকম পরিবর্তন হয়নি। দিল্লিতে সোমবারে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেলের দাম ৮৯.৬২ টাকা রয়েছে। কলকাতায় পেট্রল বিক্রি হয়েছে ১০৬.০৩ ও ডিজেল ৯২.৭৬ টাকা দরে। মুম্বই-তে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ১০২.৬৩ টাকা ও ডিজেলের দাম ৯৪.২৪ টাকা রয়েছে।

সোমবার দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম-

  1. কলকাতা – পেট্রল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা।
  2. দিল্লি – পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।
  3. মুম্বই – পেট্রল ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা।
  4. চেন্নাই – পেট্রল ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা।
  5. বেঙ্গালুরু – পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
  6. লখনউ – পেট্রল ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ৮৯.৭৬ টাকা।
  7. জয়পুর – পেট্রল ১০৮.৬৭ টাকা ও ডিজেল ৯৩.৮৯ টাকা।
  8. গুরুগ্রাম – পেট্রল ৯৭.০৪ টাকা ও ডিজেল ৮৯.৯১ টাকা।
  9. চণ্ডীগড় – পেট্রল ৯৮.৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৮.৯৫ টাকা।
  10. নয়ডা – পেট্রল ৯৬.৬৫ টাকা ও ডিজেলের দাম ৮৯.৮২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =