দেশের বেশির ভাগ জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি

ভারতের মৌসম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে সারা দেশেই বেশির ভাগ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে৷ এরই জেরে ১২ রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট এবং ২ টি রাজ্যে রেড অ্যালার্ট জারিও করা হয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টির পরিমাণ গত দুদিনের চেয়ে খানিকটা কম হলেও  কলকাতায় রবিবার দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হবে৷ অ্যাকুওয়েদার ওয়েদার আপডেট অনুসারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৮১ শতাংশ৷ ফলে ফের একবার ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ এদিনের ফিল লাইক সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷  তবে কলকাতায় বেলা বাড়ার সাথে সাথে একাধিক সময়ে ইতঃস্তত , বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ সঙ্গে আশার খবর যেটা তা হল, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের মাঝ থেকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়বে৷ এদিকে উত্তরবঙ্গে ছবিটা খুব একটা বদলাচ্ছে না। একাধিক জায়গায় সেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে মৌসম ভবন। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি আগামি পাঁচদিনে আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই৷

এদিকে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে৷ এর জেরে দুই রাজ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাত, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =