গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ফের ঘূর্ণাবর্ত।পাশাপাশি সক্রিয় অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এবং পূর্ব পশ্চিম অক্ষরেখাও। এর ত্রিফলার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেএমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া অফিস এও জানিয়েছে, ১১ জুলাই পর্যন্ত জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। বেশ কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে ঝড়–বৃষ্টি চলবে কলকাতাতেও। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। তার জেরে এখন বেশ কয়েক দিন টানা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতে ১১ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে আলিপুর আবাহওয়া অফিসের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী ৮ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, বৃষ্টি হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না।
এদিকে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতায়। সঙ্গে ছিল ভ্যাপসা গরমের ভাব দিনভর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার।