বিধায়কের হুমকির মামলায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিধায়কের হুমকির জেরে ফল বদলের যে মামলা করেছিলেন কুলপির সিপিএম প্রার্থী তাতে রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত, কুলপির রামকৃষ্ণপুর ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী অর্পিতা বণিক সর্দার তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ,গত ১১ জুলাই পঞ্চায়েতের ভোটগণনার দিন গণনার শেষে প্রথমে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়। এরপর স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার কয়েক জন দুষ্কৃতীকে নিয়ে গণনাকেন্দ্রে ঢোকেন এবং হুমকি দেন। তারপরই মাত্র একটি ভোটে তৃণমূল প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়। এখানেই বিধায়কের বিরুদ্ধে গণনায় প্রভাব খাটিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী অর্পিতা বণিক সর্দার।
এদিকে নিয়ম অনুযায়ী,গণনা চলাকালীন কেউ গণনাকেন্দ্রে ঢুকতে পারেন না। বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিংহ মামলাকারীকে প্রশ্ন করেন,তিনি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন কি না। উত্তরে মামলাকারী জানান,কমিশনের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। এরপরেই এই ঘটনায় কমিশনের রিপোর্ট তলব করেন বিচারপতি। বিচারপতি সিনহা এও জানিয়েছেন, গণনাকেন্দ্রে তৃণমূল বিধায়ক কী ভাবে প্রবেশ করলেন, কমিশনের প্রতিনিধিকে এসে আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। চলতি সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + six =