মিটতে চলেছে কলকাতার বাজারে ইলিশের খরা

মিটতে চলেছে ইলিশের খরা। কাকদ্বীপে ঢুকল ৫০০ টনের বেশি ইলিশ। তবে এবার আর খোকা ইলিশ নয়। আকারে, ওজনে ইলিশগুলি ৫০০ গ্রামের ওপরে। ইতিমধ্যে ইলিশভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দরে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত ঘুরে যা পৌঁছে যাবে কলকাতা-সহ রাজ্যের বাজারে। ফলে এর থেকে ভাল কোনও খবর হতেই পারে না ইলিশ প্রিয় বাঙালির জন্য। সূত্রে খবর, বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথর প্রতিমার মৎস্যজীবীদের জালে উঠেছে মরসুমের প্রথম রুপোলি শস্য। আর এই ইলিশের ঝাঁক মেলার কারণ, বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পূবালি বাতাসের উপস্থিতি। বুধবার থেকে ৫০০ টনের বেশি ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। মাছের দাম ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে। তবে ১ কেজি ওজন হলে সেই মাছের দাম বেড়ে যাবে অনেকটাই।

গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরসুম শুরু হলেও এ বারে সেভাবে ইলিশ ধরা পড়েনি। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। অবশেষে রুপোলি শস্য জাল ভরে যাওয়ায় খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবী। যেভাবে বৃষ্টি চলছে আগামী দিনে মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন মৎস্যজীবীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =