ভাঙড়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

ফের ডেঙ্গির হানা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর। মৃতের নাম গায়িত্রী পাত্র। বয়স ৫৪। সূত্রের খবর, প্রথমে জ্বর নিয়ে স্থানীয় নলমুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আইডি। আইডিতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃত্যু নিয়ে পরিবারের কেউ মুখ খুলছে না। যদিও ঘটনা জানাজানি হতেই ভাঙড় ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভিআরপি, ভিসিটি কর্মীরা এসে পরিষ্কার ও স্প্রে করতে শুরু করেছে।

এ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃত কাশীনাথ মণ্ডল কামদুনির বাসিন্দা, মৃত গায়িত্রী পাত্র ভোজেরহাট বাসিন্দা।

নভেম্বরের শেষেও আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ২৩ হাজারের উপর। সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে। এরপরেই রয়েছে মালদহ, তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।শীত বাড়লে কমতে পারে ডেঙ্গির প্রকোপ কমতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =