ব্রিজ কোর্স শেষ না করেই কী করে চাকরি, প্রশ্ন আদালতের

ব্রিজ কোর্স সম্পন্ন না করেই কী করে চাকরি তার উত্তর জানতে এবার প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন শুনানির পর ১৮ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, আগামী ২১ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, নিয়োগের পর চাকরিপ্রার্থীদের ব্রিজ কোর্স করার কথা থাকলেও তা সম্পন্ন করেননি প্রায় ছ’হাজার চাকরিপ্রার্থী। অথচ, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন। তাঁরা বর্তমানে কর্মরতও। আর এখানেই প্রশ্ন ওঠে কী করে চাকরি করছেন এই চাকরিপ্রার্থীরা। এই ঘটনাকে ঘিরেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, তাঁরা আদতে ব্রিজ কোর্স সম্পূর্ণই করেনি। এই কোর্স শেষ না করার জন্য বি ক্যাটাগরির স্যালারি পাচ্ছেন তাঁরা। অর্থাৎ তাঁরা অপ্রশিক্ষিত। এখানেই প্রশ্ন ওঠে, অপ্রশিক্ষিতরাই বা কী করে এই চাকরি করছেন তা নিয়েই। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, চাকরি থেকে বরখাস্ত করা হোক এই সকল চাকরি প্রার্থীদের। এরপরই মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব করেন। সোমবারের শুনানিতে রাজ্যের তরফে কিছু বলা হয়নি। ১৮ অগাস্ট এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে বোর্ড। পরবর্তী শুনানির দিন রাজ্যের তরফে আদালতে বক্তব্য পেশ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =