নিরাপত্তারক্ষীকেও র্যাগিং। এমন ঘটনা কলকাতায় কখনও শোনা গেছে বলে মনে পড়ছে না অনেকেরই। তবে এবার সেই দৃষ্টান্তই স্থাপিত হল কলকাতার শেক্সপিয়র সরণির একটি বহুতলে। এখানকার নিরাপত্তারক্ষীর সঙ্গে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
নিরাপত্তরক্ষীর অভিযোগ, কিছুদিন আগে ওই বহুতলে কাজ পেয়েছিলেন তিনি। তাঁকে নানা কারণে সেখানে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী বিরক্ত করতেন। কখনও টাকা দিতে হবে বলে দাবি করে ‘র্যাগিং’ও করা হতো, আবার তাঁকে কোনও কিছু করার টাস্ক দেওয়াও হতো। তা না পারলেও চলত কটূক্তি। এমনকী গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত ওই নিরাপত্তারক্ষী শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করেন। তোলাবাজির অভিযোগে চার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তারও করে পুলিশ। ধৃতরা হলো সুদীপ চট্টোপাধ্যায়, সুখেন দাস, সুশোভন বিশ্বাস এবং কমল হাজরা। রবিবার অভিযুক্তদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে শেক্সপিয়ার থানা সূত্রে খবর, অভিযোগকারী বর্তমানে বারাসত হাসপাতালে ভর্তি।