স্কুল পড়ুয়াদের গ্রুপ তৈরি করে অশালীন মেসেজ, প্রতিবাদ করায় হুঁশিয়ারি

আচমকা হোয়াটসঅ্য়াপ গ্রুপে অ্যাড করে একজনকে নয়, একেবারে একদল ছাত্রীকে পাঠানো হল ‘অশ্লীল’ মেসেজ। একটি নয়, এই ধরনের বহু মেসেজ পাঠানো হয় বেহালার একটি স্কুলের ছাত্রীদের। প্রত্যেকেই পড়াশোনা করছেন বেহালার একটি স্কুলে। আচমকা এই কাণ্ডে আতঙ্কিত অভিভাবকেরা। ভয় পাচ্ছেন মেয়েদের নিরাপত্তা নিয়ে। অভিভাবকদের পক্ষ থেকে ইতিমধ্যেই পণ্যশ্রী থানায় অভিযোগ জানানো হয়েছে গ্রুপ অ্যাডমিনের বিরুদ্ধে।

অভিভাবকদের বক্তব্য, শুক্রবার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের লোকজন স্কুলের কাছে তাঁদের সংস্থার প্রচারে এসেছিল। সেখান থেকেই ছাত্রীদের নম্বর পায়। তারপরই দেখা যায় তাঁদের একটি অদ্ভুত গ্রুপে অ্য়াড করে দেওয়া হয়েছে। অভিভাবকদের সন্দেহ ওই কম্পিউটার সেন্টার থেকেই সমস্যা তৈরি হয়েছে। যদিও কম্পিউটার সেন্টারের কর্তাদের মতে তাঁদের সেন্টারের কোনও লোকজন এসব করেনি। ঘটনা জানতে পেরেই তাঁরা সবটা পুলিশকে জানিয়েছেন।

অভিভাবকদের তরফ থেকে জানানো হয়, কয়েকদিন ধরেই এই রকম মেসেজ এক ছাত্রীর বাবার কাছেও এসেছিল। তখনই মেয়ের কাছে জানতে চাওয়া হয়, কোনও গ্রুপে নম্বর অ্যাড করেছে কিনা। মেয়ে বলে সে করেনি। এরপর নজরে আসে প্রায় জনা পঁচিশকে নিয়ে একটি গ্রুপ খোলা হয়েছে। এক ছাত্রী জানতে চায়, এটা কী জন্য খোলা হয়েছে। যদি কোনও প্রয়োজন না থাকলে তাহলে ডিলিট করে দেওয়ার কথা বলে। তখন একটা ছেলে ভয়েস মেসেজ করে হুঁশিয়ারির সুরে মেসেজ করে। বলে, ‘তুমি এত রাগ করছ কেন। ঠান্ডা হও নাহলে উড়ে যাবে। আমরা তো খুবই ভয়ে আছি। হঠাৎ এভাবে নম্বর কীভাবে ছড়িয়ে গেল সেটাই বুঝতে পারছি না!’  এরই রেশ ধরে অপর এক অভিভাবকও জানান, ‘একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের লোকজন স্কুলের বাইরে প্রচার করছিল। ওরা স্কুলেও ক্লাস করায়। ওরাই নম্বর চেয়েছিল। আমার মা আমাদের বাড়ির নম্বর দেয়। যেটা পড়াশোনার জন্য আমার হোন ব্যবহার। ওটাই মা ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কাছে দিয়েছিল। তারপরই ওদের বৈঠক আড্ডা নামে একটি গ্রুপে অ্যাড করা হয়। ওখানেই যত কাণ্ড। নানা রকম ভুলভাল মেসেজ করছিল।’ সঙ্গে তিনি এও জানান, খোঁজ করে কৃষ্ণেন্দু নামের একটা ছেলের পরিচয় মেলে। ও গ্রুপ অ্যাডমিন। বেহালায় বাড়ি। আমি ফোন করে ওই ভুলভাল মেসেজের প্রতিবাদ করে তখনই থ্রেট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =