ইন্ডাস অ্যাপস্টোর ভয়েস সার্চ ফিচার লঞ্চ করল ১০ ভারতীয় ভাষায়

বেঙ্গালুরু, ২০২৪: ফোনপে-এর ইন্ডাস অ্যাপস্টোর, যা সম্পূর্ণভাবে ভারতে নির্মিত অ্যাপ মার্কেটপ্লেস, এবার তাদের ভয়েস সার্চ ফিচারটি লঞ্চ করল যা ইংরেজি ছাড়াও ১০টি ভারতীয় ভাষায় উপলভ্য। এরফলে এক নতুন অভিজ্ঞতার সম্মুক্ষীন হবেন ইউজাররা। এই ভয়েস সার্চ প্রযুক্তিটি চালনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম, যা বিবিধ উচ্চারণশৈলী এবং বাগধারা নির্ভুল ও যথাযথভাবে বুঝতে পারে এবং প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট সামনে আনে।

ইন্ডাস অ্যাপস্টোরের ভয়েস সার্চ প্রযুক্তি ইউজারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তোলে ভয়েস সার্চ বোতামে মাত্র একটি ট্যাপ করে ইউজারদের স্বাধীনভাবে নিজের স্থানীয় ভাষায় ভাব প্রকাশ করার সুযোগ দিয়ে। এটি সার্বিক ও অ্যাক্সেসযোগ্য ফিচারগুলির সাহায্যে ইন্ডাস অ্যাপস্টোরের ইউজারদের ক্ষমতায়ন করার লক্ষ্যে এগিয়ে এসেছে যা স্বাক্ষরতার হার এবং ভাষাগত পছন্দ নির্বিশেষে কাজ করে। এছাড়া, এই নতুন ফিচারটি অ্যাপ ডেভেলপারদের জন্যে একটি সদর্থক উদ্ভাবন কারণ এরফলে অ্যাপ ইনস্টলের সংখ্যা বৃদ্ধি করে।

এই প্রসঙ্গে ইন্ডাস অ্যাপস্টোরের যুগ্ম-প্রতিষ্ঠাতা এবং সিপিও, আকাশ ডোঙরে জানান, ‘এই নতুন ভয়েস সার্চ ফিচার একটি সার্বিক ও অ্যাক্সেসযোগ্য অ্যাপস্টোর গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। এদিকে ৮২ শতাংশ স্মার্টফোন ইউজাররা ভয়েস-অ্যাক্টিভেটেড প্রযুক্তি ব্যবহার করার কারণে, ভারতীয় ভাষাগুলির অন্তর্ভুক্তি ছয়-থেকে-ষাট বয়সের মানুষের মধ্যে প্রযুক্তিগত বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ইউজার-কেন্দ্রিক অবস্থান চলতি দশকের প্রয়োজন মেনে ইন্ডাস অ্যাপস্টোরকে রূপান্তরশীল ভয়েস প্রযুক্তির পুরোধাও করে তুলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =