আচার্য সদনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

বুধবার এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। এরপর পুলিশ এই বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানেও তোলে। আর তানিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। এরপর বৃহস্পতিবার সকাল হতে না হতেই বিক্ষোভে সামিল হলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হকের চাকরির দাবিতে আবারও বিক্ষোভের পথে তাঁরা। দীর্ঘদিন ধরেই শহিদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। এ দিন সকালবেলাই আচার্য সদনের জমায়েত শুরু করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত আর এক চাকরি প্রার্থী বলেন, ‘২৪৪ তম দিনে ধর্না মঞ্চ পড়ল। বৃহস্পতিবার পর্যন্ত প্যানেল প্রকাশ করল না। কোর্টের নামে জারিজুরি করছে এই নির্লজ্জ অপদার্থ চেয়ারম্যান।’ আন্দোলনরত অপর এক চাকরি প্রার্থী জানান, ‘আমরা সারাদিন এখানে বসে থাকব। কমিশনের কোনও টালবাহানা আর শুনব না। আজকেই আমাদের প্যানেল দিতে হবে।’ তাঁদের বক্তব্য শহিদ মিনারে বসে বসে তারা ক্লান্ত। কতদিন তারা আর অপেক্ষা করবেন প্রশ্ন তুলেছেন তাঁরা। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =