কর্মবিরতির পথ থেকে এখনই সরছেন না জুনিয়র ডাক্তারেরা

জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন স্বাস্থ্য অধিকর্তা,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে হবে। চিকিৎসকদের সেই দাবি মেনে নেয় রাজ্য সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠছিল এবার কর্মবিরতি তুলে নেওয়া হবে কি না  তা নিয়েই। তবে মঙ্গলবার জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছেন এখনই কর্মবিরতি তুলবেন না তাঁরা।

কর্মবিরতি না তোলার পিছনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের বক্তব্য, পাঁচ দফা দাবির চতুর্থ-পঞ্চম দফা এখনও পূরণ হয়নি। সেই নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চান তাঁরা। ইতিমধ্যেই আলোচনা চেয়ে ইমেল করবেন জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠকের আলোচনার উপরেই নির্ভর করছে কবে ধরনা তুলে নেবেন তাঁরা।

এ দিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানান, ‘আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল অর্থাৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারির বিষয়টি সেটা মানতে হবে। আর মাহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। আমাদের দাবি ছিল কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কলেজে-কলেজে গণতান্ত্রিক পরিসর আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনায় হওয়া উচিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + thirteen =