মাঝের হাট স্টেশন পরিদর্শনে কলকাতা মেট্রোর জিএম

শনিবার কলকাতা মেট্রোর পার্পল লাইনের অর্থাৎ এসপ্ল্যানেড থেকে জোকাগামী মেট্রোর যে মাঝের হাট স্টেশন রয়েছে তা পরিদর্শন করেন কলকাতা মেট্রোর জিএম পি উদয় কুমর রেড্ডি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শনিবার সকালেই তিনি মাঝের হাট স্টেশন পরিদর্শন করার জন্য পৌঁছে যান। এই মাঝের হাট স্টেশনেই কলকাতা মেট্রোর শীর্ষকর্তার সঙ্গে কথা হয় আরভিএনএল অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকদের। আরভিএনএল-এর কর্তারা কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিককে কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে বিস্তৃত তথ্য দেন আরভিএনএল-এর আধিকারিকেরা। সঙ্গে এও জানান, তাঁরা কি বাবে কাজ সময়ের মধ্যে শেষ করবেন সে ব্য়াপারেও। মাজের হাট স্টেশনে যাত্রীদের ইন্টারচেঞ্জিং যে পয়েন্ট রয়েছে তারও পরিদর্শন করেন তিনি। এছাড়াও খতিয়ে দেখেন প্রপার্টি ডেভেলপমেন্ট ইউনিট, প্ল্যাটফর্মের উচ্চতা, এএফসি-পিসি গেট অর্থাৎ অটোমেটেড ফেয়ার কালেকশন গেট, ভায়া ডাক্ট মাঝের হাট সাইটের সহ অন্যান্য সব কিছুই। একইসঙ্গে ৩৪/১ প্লটে যে বেআইনি নির্মাণ রয়েছে তাও দেখেন তিনি। এখানে বলে রাখা শ্রেয় এই বেআইনি নির্মাণের কারণেই পার্পল লাইনের কাজে বিলম্ব ঘটছে। পরিদর্শনের পর মেট্রোর শীর্ষ ক্রতা আরভিএনএল-এর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন। যেখানে এই বেআইনি নির্মাণ সম্পর্কে পদক্ষেপ নেওয়ার কথাও বলতে শোনা  যায় মেট্রোর শীর্ষ কর্তাকে। পাশাপাশি তিনি আরভিএনএলের আধিকারিকদের জানানন, পুজোর আগে এই কাজ শেষ করার জন্য। কারণ, মাঝের হাট স্টেশনে মেট্রো শুরু হলে তা হাজারো যাত্রীর উপকারে আসবে বলে মনে করেন মেট্রোর এই শীর্ষ কর্তা।

এদিকে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এও জানান, এদিন মাঝেরহাট স্টেশন পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেন কলকাতা মেট্রোর এই শীর্ষকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =