কুমারজুলির তৃণমূল প্রার্থী সৌদি আরবে বসে মনোনয়ন জমা দিয়েছেন। তা কী ভাবে সম্ভব, এই অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইনজীবীর আবেদন, কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিক আদালত। পাশাপাশি বাতিল করা হোক মনোনয়ন। এই মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টোর সময় এই মামলার শুনানি হতে চলেছে।
তবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই নানা ইস্যুতে একগুচ্ছ মামলা জমা পড়েছে হাইকোর্টে। এছাড়াও রয়েছে মামলার পাহাড়। আর এই নিয়েই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিচারপতি টিএস শিবজ্ঞানমকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাচন নিয়ে আপনারা লাফালাফি করছেন। একাধিক মানুষ রুটিরুজির জন্য হাইকোর্টে আসছেন। অনেকের চাকরি নেই। আদালত কী রায় দেয় তার উপর তাঁদের চাকরি নির্ভর করছে।’ এরপরই প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, ‘শুধু নির্বাচন সংক্রান্ত মামলা শুনলেই হবে!’
উল্লেখ্য, শুধুমাত্র প্রধান বিচারপতি নন, এর আগে বিচারপতি রাজাশেখর মান্থাও একইরকমভাবে রাজনৈতিক মামলার বিপুল সংখ্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘এত রাজনৈতিক মামলা যদি হয় সেক্ষেত্রে অন্যান্য মামলা কখন শুনব!’