বামেদের মুখপত্র ‘গণশক্তি’তে পুজোর বিজ্ঞাপন নিয়ে বামেদের বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার সংবাদপত্রটির প্রথম পাতার ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লেখেন ‘এটা দ্বিচারিতা। আত্মাকে বিক্রি করা যায় না টাকার জন্য।’ এরই পাল্টা উত্তর দিতে দেখা যায় গণশক্তির সম্পাদক শমীক লাহিড়িকে। বলেন, ‘কুণালবাবু নিজে সাংবাদিক। উনি জানেন বিজ্ঞাপনের বিষয়টা কীভাবে হয়। শুধুমাত্র প্রচারের আলোয় থাকতে বিভ্রান্তিকর কথা বলছেন।’
প্রসঙ্গত, পুজোর মুখে সমস্ত সংবাদপত্রেই পুজোর বিজ্ঞাপন থাকে। সেই মতোই শনিবারের ‘গণশক্তি’তে প্রকাশিত হয় জুতোর বিজ্ঞাপন। লেখা, ‘দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ এই বিজ্ঞাপন নিয়েই বিতর্কের সূত্রপাত। এই বিতর্কের অন্যতম কারণ হল‘গণশক্তি’ বামেদের মুখপাত্র। বামেরা ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাস করে না তা সর্বজনবিদিত। তাহলে কেন সেই দলের মুখপত্রে এহেন বিজ্ঞাপন সেই প্রশ্নই শনিবার তোলেন কুণাল। লেখেন, ‘ ‘দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ আজ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন। ফেসবুকে বিপ্লব-পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উলটো শ্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। দ্বিচারিতার দৃষ্টান্ত।’ অর্থাৎ শুধুমাত্র অর্থের জন্য নৈতিকতা থেকে সরে আসার অভিযোগ তোলেন তিনি।